২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কৃষাণ মুখে হাসি

-

শরৎ শেষে হালকা শীতে
পাখপাখালির মধুর গীতে
হেমন্ত যে আসে,
নতুন ধানের ম ম গন্ধ
চারিদিকে ভাসে।

শিশির পড়ে ঘাসের বুকে
ছাতিম ছড়ায় গন্ধ সুখে
উত্তরা বায় ছোটে
গাঁও গেরামে ঘরে ঘরে
নবান্নের ফুল ফোটে।

পিঠাপুলি বানায় মায়ে
ইষ্টি আসে পল্লী গাঁয়ে
বাজে সুখের বাঁশি
ধান মলনের ধুম পড়ে যায়
কৃষাণ মুখে হাসি।

উঠান ভরা নতুন ধানে
আউল-বাউল জারি গানে
মনটা ওঠে দোলে
হেমন্তকাল এলেই পরে
খুশির দুয়ার খোলে।


আরো সংবাদ



premium cement