২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শরতের দিন

-

পরিপাটি মাঠ-ঘাট সবুজের চাদরে
স্বর্গের সুধা ছবি দেখি এই ভাদরে।
মনোলোভা কাশফুল ডাকে হাত নাড়িয়ে
বুনোফুলে বনানীর শোভা দিলো বাড়িয়ে।

মুঠোমুঠো রোদ্দুর নীলিমায় খেলছে
জলহারা মেঘ দেখ ডানা দুটো মেলছে।
ঘুমঢুলো তারাগুলো মিটিমিটি জ্বলছে
ঝিঁঝিদের উড়োউড়ি খুব খেলা চলছে।

ঝোপঝাড়ে আলো জ্বেলে জোনাকিরা ছুটছে
উঠোনের কোণজুড়ে শিউলিরা ফুটছে।
মধু নিতে অলিকুল ফুলে ফুলে ঘুরছে
ঝাঁকবেঁধে বলাকারা সাঁঝাকাশে উড়ছে।

বরবটি পুঁই আর ঝিঙের মাচাতে
দেখি রোজ বুলবুলি পুচ্ছটা নাচাতে।
হুতুমটা ডেকে যায় বসে কোন দূরেতে
ঘুম ভাঙে বিহগের মুখরিত সুরেতে।

দীঘিজল টলমল চাঁদমামা নড়ছে
জোছনার ফুল যেন ঝরে ঝরে পড়ছে।
ঘাসে ঘাসে শিশিরের মতিহার মাধুরী
শরতের প্রকৃতি আহা কী যে আদুরী!

 


আরো সংবাদ



premium cement

সকল