১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


চাঁদের বাড়ি

-

পড়তে বসে বলছে খোকা
আদর আদর গলে
মাগো তুমি একটি কথা
দাওনা আমায় বলে।

ওই যে হাসে দূর আকাশে
সব তারাদের সই
দাও বলে দাও মাগো আমায়
চাঁদের বাড়ি কই?

চাঁদটি আমার দিন-দুপুরে
নেয় না কেন খোঁজ?
পড়তে এলে দেয় জ্বালাতন
সন্ধ্যাবেলা রোজ।

বলছে মায়ে মুচকি হেসে
এসব কথা থাক
হও বড় হও জানবে বসে
এখন মনেই রাখ।


আরো সংবাদ



premium cement

সকল