২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
হারালেন দেড় লাখ টাকার মোবাইল ফোন

ইজতেমায় পকেটমারের কবলে শ্রীলঙ্কান নাগরিক

হারালেন দেড় লাখ টাকার মোবাইল ফোন - ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে একজন শ্রীলঙ্কান নাগরিকের মোবাইল ফোন খোয়া গেছে।

শুক্রবার দুপুর ১২টায় ময়দানের বিদেশী কামরায় নির্ধারিত দোকান থেকে পণ্য কেনার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দোকানের সামনে ভীড়ের মধ্যে পকেটমার সুকৌশলে মোবাইল ফোনটি লুটে নেয় বলে তাবলীগ সাথীরা ধারণা করছেন।

মোবাইল হারানো ওই শ্রীলঙ্কান নাগরিকের নাম মো: নাদিম। তিনি জানান, এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় হারোনো সংক্রান্তে সাধারণ ডায়েরি করেছেন তিনি। তার খোয়া যাওয়া স্যামসং এস-২২ (আলট্রা) মডেলের মোবাইল সেটটির মূল্য বাংলাদেশী মুদ্রায় প্রায় দেড় লাখ টাকা।

ঘটনার সত্যতা স্বীকার করে টঙ্গী পূর্ব থানার ডিউটি অফিসার এসআই ফাতেমা জানান, খোয়া যাওয়া মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে, এটি উদ্ধারের চেষ্টা চলছে। পুরো ইজতেমা ময়দান টঙ্গী পশ্চিম থানা এলাকায়।

আলোচিত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরির প্রসঙ্গে জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের যাতে কোনো হয়রানির শিকার হতে না হয় সেজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে।


আরো সংবাদ



premium cement