২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জুমার দিনে গোসল

জুমার দিনে গোসল - ফাইল ছবি

আবদুল্লাহ ইবনে উমর রা: থেকে বর্ণিত একদা জুমার দিন উমর ইবনুল খাত্তাব রা: জনগণের উদ্দেশে খুতবা দিচ্ছিলেন। এমতাবস্থায় রাসূলুল্লøাহ সা:-এর সাহাবিদের মধ্যকার জনৈক ব্যক্তি প্রবেশ করলে উমর রা: তাকে ডেকে বললেন, এটি কোন সময়? তিনি বলেন, আমি আজ খুব ব্যস্ত ছিলাম এবং বাড়িতে যাওয়ার অবসর পাইনি। এমতাবস্থায় আজান শুনতে পেলাম। তাই আমি অজুর অতিরিক্ত কিছুই করতে পারিনি। উমর রা: বলেন, শুধু অজুও চলে, তবে তুমি জানো যে, রাসূলুল্লাহ সা: গোসল করার নির্দেশ দিতেন।

(সহিহ মুসলিম : ১৮৪০)


আরো সংবাদ



premium cement