০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


প্র শ্নো ত্ত র

প্র শ্নো ত্ত র - ফাইল ছবি

প্রশ্ন :- ইমতিয়াজ হোসেন : কেউ যদি জান্নাত লাভের উদ্দেশ্যে আল্লøাহর ইবাদত করে, তাহলে কি সেই ইবাদত কবুল হবে?

উত্তর :- মাওলানা লিয়াকত আলী : জান্নাত লাভের উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করলে সেই ইবাদত কবুল না হওয়ার কোনো কারণ নেই। যেকোনো ইবাদত ও নেক আমলের প্রধান উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর নির্দেশ পালন, তার সন্তুষ্টি অর্জন ও পুরস্কার লাভ। এই তিনটির মধ্যে পরস্পরে বিরোধ নেই। কেননা, কুরআন মজিদের অসংখ্য স্থানে ও অসংখ্য হাদিসে বিভিন্ন ইবাদত ও নেক আমলের নির্দেশ দেয়ার পাশাপাশি পুরস্কার হিসেবে জান্নাতের কথা উল্লেখ করা হয়েছে এবং মুমিনদের জান্নাত লাভের জন্য উৎসাহ দেয়া হয়েছে। ইবাদত কবুলের একটি শর্ত হলো আল্লাহ ও তাঁর রাসূল সা: যেসব পুরস্কারের সুসংবাদ দিয়েছেন, সেগুলো বিশ্বাস করা। সুতরাং জান্নাত লাভের উদ্দেশ্য রাখা মোটেই দোষের বিষয় নয় এবং জান্নাতের আগ্রহে ইবাদত করা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যের পরিপন্থী নয়।


আরো সংবাদ



premium cement