২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দিনাজপুরে জেলহাজতে সাবেক এমপি আখতারুজ্জামান

দিনাজপুরে জেলহাজতে সাবেক এমপি আখতারুজ্জামান - ছবি : নয়া দিগন্ত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য মো: আখতারুজ্জামান মিয়ার জামিন না- মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। একই সাথে জেলহাজতে পাঠানো হয়েছে চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নুরে আলম সিদ্দিকীকে।

রোববার তাদের জেলহাজাতে প্রেরণের নির্দেশ দেয় দিনাজপুর নিম্ন আদালতে।

আদালত সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার ২৯ অক্টোবর দিনাজপুর দশমাইল হতে রংপুর মহাসড়কের উপজেলার রাণীরবন্দরে রাস্তা ব্যারিকেড দিয়ে যানবাহন ভাঙচুরের চেষ্টার অভিযোগে পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় হাইকোর্ট হতে জামিনপ্রাপ্ত হয়ে রোববার দিনাজপুর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন মো: আখতারুজ্জামান ও নুরে আলম সিদ্দিকী নয়নও। আদালত তাদের জামিন না-মঞ্জুর করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৯ অক্টোবর দিনাজপুর দশমাইল হতে রংপুর মহাসড়কের উপজেলার রাণীরবন্দরে রাস্তা ব্যারিকেড দিয়ে যানবাহন ভাঙচুরের চেষ্টার অভিযোগে চিরিরবন্দর থানার এসআই নিতাই চন্দ্র রায় মো: আখতারুজ্জামান মিয়াসহ বিএনপি ও জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতা মামলা দায়ের করেন।


আরো সংবাদ



premium cement