২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইভিএম দিয়ে নির্বাচন করা আত্মঘাতী হবে : সুজন সম্পাদক

গণমাধ্যমের সাথে কথা বলছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। - ছবি : নয়া দিগন্ত

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘ইভিএম নিয়ে নির্বাচন করা আমাদের জন্য আত্মঘাতী হবে। এই যন্ত্র ব্যবহার করলে মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়। সেই যন্ত্রের ব্যবহারের কি যুক্তি আমরা বুঝি না। তবে হ্যাঁ, এখানে বাণিজ্যের কথা আছে। অনেক রকম অভিযোগ আছে। কাজেই এই যন্ত্র ব্যবহার করে আমাদের জন্য কোনোভাবেই সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিবাচক হবে না। কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।’

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর আরডিআরএস চত্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় সুজনের রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, জেলা সভাপতি আফতাব হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রবীণ শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বদিউল আলম মজুমদার।

সুজন সম্পাদক দাবি করেন, ‘ইভিএম একটা দুর্বল যন্ত্র। চাচাছিলাভাবে বলতে গেলে এটা একটা জালিয়াতির যন্ত্র। এই যন্ত্র দিয়ে নির্বাচন কমিশন যে ফলাফল চায় সেই ফলাফল সৃষ্টি করতে পারবে। এটা যাচাই বাছাই করার সুযোগ হবে না, এটা অডিট করার সুযোগ হবে না। এটা পুনঃগণনার সুযোগ হবে না। কারণ এটাতে পেপার চেইন নেই।

বদিউল আলম মজুমদার বলেন, ‘ইভিএম ব্যবহার করে বাইরের কেউ জালিয়াতি করতে পারবে না। বাইরে থেকে জালিয়াতি করতে গেলে নির্বাচন কমিশনের যোগসাজস লাগবে। এই যন্ত্র দিয়ে যারা জালিয়াতি করতে পারবে, তারা স্যুট, কোট পরা, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসা। যারা বেঁড়া তারাই খেত খেতে পারে এই যন্ত্র দিয়ে। এটা আমাদের দুর্ভাগ্য। এটাই হলো ইভিএম নিয়ে ভয়, এটাই হলো শংকা।’


আরো সংবাদ



premium cement