২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

রংপুরে বিএনপির শোক র‌্যালিতে পুলিশি বাধা

রংপুরে বিএনপির শোক র‌্যালিতে পুলিশি বাধা - ছবি : নয়া দিগন্ত

সারাদেশে কর্মসূচিতে পুলিশ এবং সরকারের বাধা ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বের করা রংপুরে বিএনপির শোক র‌্যালিতে পুলিশি বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এতে র‌্যালি করতে না পেরেও মানববন্ধন করেছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়ের কার্যালয় থেকে একটি কালো পতাকার শোক র‌্যালি বের করে সড়কে উঠতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় সেখানে নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা হয় পুলিশের। পরে সেখানেই মানবববন্ধন ও সমাবেশ করে নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন মহানগর আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন-নবী ডন।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। তাই পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের খুন করছে। প্রতিটি খুনের বিচার করা হবে। সরকার ও পুলিশ যদি হত্যার পথ বন্ধ না করে তাহলে আন্দোলন আরো কঠোর হবে।

 

 


আরো সংবাদ



premium cement