২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

স্বাস্থ্যবিধি মেনে অনার্স শেষ বর্ষের পরীক্ষা নেয়ার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এসময় কুড়িগ্রাম ও লালমনিরহাটের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগের মধ্যে ১৩টি বিভাগে এক থেকে প্রায় দুই বছরের সেশনজট তৈরি হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো না নিলে আরো বেশি সেশনজটে পড়বেন তারা।

দুই ঘণ্টা অবরোধ চলার পর বিশ্ববিদ্যালয়ের ভিসির পক্ষে শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধানসহ প্রক্টররা এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকারের সাথে কথা বলার ঘোষণা দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।


আরো সংবাদ



premium cement