২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দুর্গাপূজা উপলক্ষে হিলিতে বিজিবি ও বিএসএফ মিষ্টি বিনিময়

- নয়া দিগন্ত

দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ’কে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে পূজার শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অন্যদিকে প্রতিউত্তরে বিএসএফকেও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।

রোববার বেলা ১১টায় সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় হিলি সিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ইয়াসিন ও নায়েব সুবেদার রায়হানের হাতে এসব মিষ্টি তুলে দিয়ে পূজার শুভেচ্ছা বিনিময় করেন ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের হিলি ক্যাম্প কমান্ডার সুরেশ রাহার এবং ১৮০ বিএসএফ ব্যাটালিয়নের বালুপাড়া ক্যাম্প কমান্ডার নব কুমার। এসময় বিজিবি ও বিএসএফের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এসময় ১৮০ বিএসএফ ব্যাটালিয়নের বালুপাড়া ক্যাম্প কমান্ডার নব কুমার বলেন, সীমান্তে উভয়বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে মিলেমিশে দায়িত্ব পালন করার লক্ষ্যেই দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরের মধ্যে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।


আরো সংবাদ



premium cement