২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

যৌতুকের দাবি পূরণ করতে না পাড়ায় গৃহবধূর আত্মহত্যা

- ছবি : ফাইল

সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের দাবিকৃত মোটরসাইকেল দিতে না পারায় অকালে প্রাণ দিতে হলো সাদিয়া খাতুন পাখি (২৮) নামের এক গৃহবধূর।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা গ্রামে এ ঘটনা ঘটে।

সাদিয়া খাতুন পাখি মাধাইনগর ইউনিয়নে মালসিন গ্রামের রইছ উদ্দিনের মেয়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।

সূত্রে জানা যায়, মাধাইনগর ইউনিয়নে মালসিন গ্রামের রইছ উদ্দিনের মেয়ে সাদিয়া খাতুন পাখির সাথে পারিবারিকভাবে বিয়ে হয় দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিণা গ্রামের আরশাফ আলীর ছেলে হোসাইনের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দু’জনের মধ্যে ঝগড়া হয়। স্বামী হোসাইন তারাবির নামাজ পড়তে গেলে অভিমানে সাদিয়া খাতুন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সাদিয়ার বাবা রইছ উদ্দিনের দাবি, ‘তার মেয়েকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যৌতুক লোভী হোসাইন মাঝেমধ্যে আমার মেয়েকে যৌতুকের কারণে নির্যাতন করতো এবং মোটরসাইকেল দাবি করতো আমি গরীব মানুষ হওয়ায় এ দাবি পূরণ করতে পারি নাই। তাই আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে গৃহবধূর স্বামী হোসাইনের সাথে কথা বললে তিনি জানান, ‘আমার ওপর মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ‘লাশ রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
ফতুল্লা ৮৩০ গার্মেন্টেস শ্রমিক বিরুদ্ধে মামলা শ্রীনগরে ২ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদ টানা চতুর্থবার কমলো স্বর্ণের দাম দেশের রাজনীতি ঠিক নেই বলেই অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা : সাবেক গভর্নর সালেহউদ্দিন বগুড়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৫ সোনারগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় নেপালের পানিবিদ্যুৎ কিনছে ভারত, বাংলাদেশের অগ্রগতি কতটুকু? ‘নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার’ ইউক্রেনের জন্য ৬ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের বগুড়ার শেরপুর প্রেসক্লাবের পুন: সভাপতি নিমাই-সম্পাদক মান্নান হিট স্ট্রোকে পাইকগাছার ইটভাটা শ্রমিকের মৃত্যু

সকল