২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বগুড়া জেলার আয়তন কমলো

-

বগুড়া জেলার আয়তন কমালো সরকার। জেলার সারিয়াকান্দি উপজেলার যমুনা চরের কাজলা ও বোয়াইল ইউনিয়ন জামালপুর জেলার মাদরগন্জ উপজেলার সাথে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য কথা জানান।

তিনি জানান, ওই অংশটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাজলা এবং বোয়াইল ইউনিয়নের সাথে। এই অংশটি বগুড়ার সাথে নদী দ্বারা বিভক্ত। তাদেরকে বগুড়া যেতে হলে ব্রক্ষ্মপুত্র নদপার হয়ে যেতে হয়। সেজন্য জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সাথে সংযোগ করে মাদারগঞ্জ উপজেলার সীমানা পুনর্গঠন করে দেয়া হয়েছে। সারিয়াকান্দির কাজলা এবং বোয়াইল ইউনিয়নের ওই অংশটুকু এখন থেকে মাদারগঞ্জ উপজেলার অংশ হিসেবে বিবেচিত হবে।

এ ব্যাপারে কাজলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যধক্ষ রফিকুল ইসলাম জানান, কাজলা ও বোহাইল ইউপির কতটুকু এলাকা মাদারগন্জ উপজেলার সাথে যুক্ত করা হয়েছে তা জানি না। তবে ২৪টি মৌজা নিয়ে আদালতে মামলা ছিল।


আরো সংবাদ



premium cement