২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মুক্তি পেলেন রাজশাহী মহানগরীর জামায়াত সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল

সদ্য কারা মুক্ত রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানান মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলীসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল জামিনে মুক্ত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টার পর তিনি রাজশাহী কারাগার থেকে মুক্তি লাভ করেন। এর আগে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা ড. কেরামত আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী বলেন, পুলিশ সারা দেশেই অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। সরকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। গোটা দেশ আজ এক বৃহৎ কারাগারে পরিণত হয়েছে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। জুলুম-নিপীড়ন চালিয়ে সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জুলুম-নিপীড়নের পরিণতি কখনো শুভ হয় না। সারা দেশে গ্রেফতার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যাপক শাহাদাৎ হোসেন, যুব বিভাগের সেক্রেটারী জসিম উদ্দীন সরকার, বোয়ালিয়া পশ্চিম থানার আমির আব্দুল হান্নান, ছাত্র শিবিরের রাজশাহী মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হাফেজ খাইরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এর আগে ২২ এপ্রিল নামাজ পড়ে মসজিদ থেকে বাসায় ফেরার পথে ইমাজ উদ্দিন মন্ডলকে সাদা পোশাকধারী একদল ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।


আরো সংবাদ



premium cement