০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


সান্তাহারে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক আটক

- ছবি : নয়া দিগন্ত

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ডিবি পুলিশ পরিচয়ে ওষুধের দোকানে চাঁদাবাজির সময় সুজন হোসেন (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে সান্তাহার পৌর শহরের উপহার টাওয়ার এলাকায় মেহেরুন নেছা ফার্মেসির সামনে থেকে তাকে আটক করা হয়।

তিনি নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর গ্রামের সেন্টুর ছেলে। এ সময় তার সাথে থাকা আরেক প্রতারক কৌশলে পালিয়ে যায়।

মেহেরুন নেছা ফার্মেসির মালিক শফিকুল ইসলাম ভুট্টু জানান, প্রতারক সুজনকে ডিবি পুলিশ সাজিয়ে সোমবার রাতে তার দোকানে নিয়ে আসেন। এরপর তার দোকানে মাদক জাতীয় ওষুধ বিক্রি করা হয় এমন অভিযোগ তুলে ঝামেলা সৃষ্টি করেন। একপর্যায়ে তিনি বিরক্ত বোধ করেন ও ঝামেলা এড়াতে তাদের ৫০০ টাকা দিয়ে বিদায় করেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে ফের তারা দুজন দোকানে গিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন। কিন্তু টাকা না দেয়ায় গ্রেফতারের ভয় দেখান। এ সময় প্রতারক কথিত সাংবাদিক বাপ্পী ও সুজনের আচরণ সন্দেহজনক হওয়ায় পরিচয়পত্র দেখতে চান। তারা তা দেখাতে সক্ষম না হওয়ায় বাপ্পী কৌশলে দৌঁড়ে পালিয়ে যান ও সুজনকে আটক করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, সুজনকে আটক করা হয়েছে ও তার সঙ্গী মিরু হাসান বাপ্পী আগেই পালিয়ে গেছেন।


আরো সংবাদ



premium cement