১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


কাজিপুরে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

কাজিপুরে সাপের কামড়ে ২ জনের মৃত্যু - ছবি : সংগৃহীত

বন্যা প্লাবিত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে সাপের কামড়ে ২ জন মারা গেছেন। এছাড়া অন্তত ৩০ সাপের আক্রমণের স্বীকার হয়েছে।  

তেকানী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, যমুনা নদীর পানি বৃদ্ধিতে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় লোকালয়ে সাপের উপদ্রব দেখা দিয়েছে। কিনিরবেড় গ্রামের গত এক মাসের ব্যাবধানে ১ জুলাই কাজিমুদ্দীনের স্ত্রী তারাভানু (৩০) এবং ৫ জুন নজরুল ইসলামের ছেলে হৃদয় (১৫) নিজ নিজ বামিতে সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন।

চরাঞ্চলের বিভিন্ন গ্রামে অন্তত ৩০ জন সাপের কামড়েরে শিকার হয়েছে বলে একাধিক সূত্র জানা গেছে। হঠাৎ সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকার ছোট বড় সকলের মধ্যে ভীতি বেড়েছে বলে জানান, কিনিরবেড় গ্রামের মাঝবয়সী গৃহিণী ইসমত আরা।

যমুনা নদীর চরাঞ্চলের নেকিবাড়ী, গোয়ালবাথান, কোনাবাড়ী, রূপসাসহ আশেপাশের এলাকায় বিষধরসহ বিভিন্ন জাতের সাপের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়ছে এলাকাবাসী। মানুষকে ধাওয়া করে কামড়ানোর মতো ঘটনাও ঘটেছে বলে জানান, সাবেক ইউপি চেয়ারম্যান রিপন তালুকদার।


আরো সংবাদ



premium cement