বড়াইগ্রামে বাড়িতে মুরগি যাওয়ায় নারীকে হত্যার চেষ্টা
- বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
- ১৪ মে ২০২৪, ১৮:০২
নাটোরের বড়াইগ্রামে বাড়িতে মুরগি যাওয়ায় রাশিদা বেগম (৩৭) নামে এক চলন প্রতিবন্ধী নারীকে হত্যা-চেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বড়াইগ্রাম থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাশিদা বেগম থানা মোড় এলাকার ভ্যানচালক আব্দুল লতিফের স্ত্রী।
আহতের স্বজনরা জানায়, দুপুরে রাশিদা বেগমের মুরগি প্রতিবেশী ফজলুর রহমানের বাড়িতে যায়। এ সময় ফজলুর রহমান রাশিদা বেগমের বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। রাশিদা বেগম তাকে গালমন্দ করতে নিষেধ করলে ফজলুর ক্ষিপ্ত হয়ে শাবলের ধারাল অংশ দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে লুটিয়ে পড়লে ফজলুর পালিয়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোক্তার হোসেন জানান, তার মাথায় গুরুতর জখম হয়েছে। কোনো দেশীয় অস্ত্রের আঘাতে তিনি আহত হয়েছেন বলে মনে হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা