২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


লণ্ডভণ্ড বাড়ী-ঘর, দোকান-পাট

জয়পুরহাটে গাছ ভেঙ্গে একই পরিবারে ৩ জন নিহত

জয়পুরহাটে গাছ ভেঙ্গে একই পরিবারে ৩ জন নিহত - নয়া দিগন্ত

জয়পুরহাটে প্রবল বৃষ্টি ও ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে জমির ফসল, গাছ-পালা, বাড়ী-ঘর, দোকান পাট ও গাছ ভেঙ্গে পড়ে একই পরিবারে ৩ জনসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ক্ষেতলাল, কালাই ও সদর উপজেলাসহ প্রায় ৪ হাজার পরিবার ব্যাপক ক্ষতি হয়েছে।

জয়পুরহাটে মঙ্গলবার রাত ১১ টার দিকে হঠাৎ করে প্রবল ঝড় ও বৃষ্টি আঘাত হানে। এতে জেলার প্রায় ১ হাজার ঘর-বাড়ি, কল-কারখানা, দোকান-পাট, গাছের ফল বিধ্বস্ত হওয়া ছাড়াও উড়ে গেছে শত শত বাড়ি-ঘরের টিনের চালা। ১১ হাজার হেক্টর জমির পাকা ধানের ক্ষেত জমিতে শুয়ে পরেছে ও জেলার বিভিন্ন অঞ্চলে কয়েক হাজার ছোট-বড় গাছ ভেঙ্গে পড়েছে। এতে মোট নিহত হয়েছে ৪ জন।

নিহতরা হলেন ক্ষেতলাল পৌর এলাকা খলিশাগাড়ী গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী শিল্পী বেগম ও তার দুই ছেলে সন্তান নেওয়াজ মিয়া ও নিয়ামুল হোসেন ও কালাই উপজেলার হারুঞ্জা গ্রামের মৃত ছালামতের স্ত্রী মরিয়ম বেগম। এই ঘটনায় শোকের মাতম চলছে এলাকায়।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন বলেন, নিহতদের পরিবারের নিকট জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা করে তাদের নগদ টাকা, চাল, ঢেউ টিন ও অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার প্রস্তুতি চলছে। এ উপজেলায় সর্বমোট ২৯৭৪ টি পরিবারের তালিকা করা হয়েছে তার মধ্যে ৮৪০ টি পরিবার একেবারে বিধ্বস্ত।

জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জানান, জয়পুরহাট জেলায় প্রায় ৪ হাজার পরিবার ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের মধ্যে প্রায় ১ হাজার পরিবার বিধ্বস্ত ও ৪ জন নিহত হয়েছে। মৃতদের পরিবারের জন্য ইতোমধ্যে প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ২০ হাজার করে টাকা করে দেওয়া হয়েছে।এছাড়াও ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিগ্রস্থদের অনুদান দেওয়া হবে।


আরো সংবাদ



premium cement
স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানালো উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হোসেনপুরে চাঞ্চল্যকর সবুজ মিয়ার হত্যায় ভাতিজা গ্রেফতার দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় সীমান্তে গুলির শব্দ নেই, তবুও আতঙ্কে স্থানীয়রা রাঙ্গাবালীর খালে পাওয়া টর্পেডো উদ্ধার করেছে নৌ-বাহিনী লক্ষ্মীপুরে বিজয়ী ও পরাজিত উভয় চেয়ারম্যান প্রার্থী আটক ৩৪ বছরেও মুছেনি ভয়াল ২৯ এপ্রিলের দুঃসহ স্মৃতি যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড উত্তর ইসরাইলে হামাসের রকেট হামলা প্রচণ্ড গরমে বেতাগীতে ৪ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ

সকল