২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পুঠিয়ায় নারী পুলিশ সদস্যের মৃত্যু

পুঠিয়ায় নারী পুলিশ সদস্যের মৃত্যু - সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় সামিয়ারা খাতুন (২৭) নামের এক নারী পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার থানায় কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ওই নারী পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিয়ে চলছে নানা গুঞ্জণ। পুলিশ বলছেন, হৃদক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। তবে শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুকালে সে ৬ মাসের একমাত্র কন্যা সন্তান রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, পুলিশ সদস্য সামিয়ারা খাতুন থানাতেই অবস্থান করছিল। সোমবার সকালে সে বুকে ব্যথা অনুভব করে। পরে তাকে পুঠিয়া হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি সে হাট অ্যটাকে মারা গেছে।

তিনি আরো বলেন, তবে সে করোনা আক্রান্ত ছিল কিনা তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃতের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়। এখানে আইনী প্রক্রিয়া শেষে দুপুরেই লাশ দাফনের জন্য তার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।


আরো সংবাদ



premium cement