২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

করোনা উপসর্গ : নারায়ণগঞ্জ থেকে পালিয়ে জয়পুরহাট, তিন বাড়ি লকডাউন

করোনা উপসর্গ : নারায়ণগঞ্জ থেকে পালিয়ে জয়পুরহাট, তিন বাড়ি লকডাউন - ছবি : নয়া দিগন্ত

জয়পুরহাটের আক্কেলপুরের কেশবপুর গ্রামে নারায়নগঞ্জ থেকে করোনা উপসর্গ, জ্বর,সর্দি, কাশি ও গলাব্যাথা নিয়ে পালিয়ে আসা এক যুবকককে আইসোলেশনে রাখা হয়েছে। সেই সাথে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া জানান, ২৪ ঘন্টায় ঢাকা থেকে আসা ১৩ জন হোম কোয়ারেন্টিনে, প্রাতিষ্ঠিানিক কোয়ারেন্টিনে দুই জন ও এক জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

এদের করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেই সাথে রোগীর বাড়িসহ মোট ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। প্রথমে ২৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, পরে আরো ৩ জনের নমুনা পাঠানো হয়। সবগুলোরই ফল আসছে নেগেটিভ।

তিনি বলেন, নতুন ৮ জনের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। এসবের রির্পোট আসলে করোনা উপসর্গ আছে কি না জানা যাবে। তবে রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে।


আরো সংবাদ



premium cement