০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


করোনাভাইরাস: বগুড়ায় ৩ বাড়ি লকডাউন

- নয়া দিগন্ত

করোনাভাইরাস উপসর্গ নিয়ে মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে চিকিৎসাধীন বগুড়ার ধুনট উপজেলার নিমগাছীর শিয়ালী গ্রামের এক ব্যক্তির  নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার আগেই তার বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, নিরাপত্তার স্বার্থে লকডাউন করা হয়েছে। এসব পরিবারে খাদ্য সরবরাহ করা হবে।

স্থানীয়রা জানান, ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। ২৪ মার্চ জ্বর, সর্দি, কাশি রোগে আক্রান্ত হয়ে শিয়ালী গ্রামের বাড়িতে আসেন। এরপর সে আরও অসুস্থ হলে পরিবার তাকে ২৯ মার্চ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মাদ আলী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বুধবার হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার রাজশাহী ল্যাবে পাঠায়। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement