০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ব্যবসায়ীর মৃত্যুর পর করোনা আতঙ্কে এলাকা লকডাউন

- ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জে শ্বাসকষ্টে মাসুদ রানা (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর পর এলাকায় করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির বাড়ীর আশেপাশের ১০টি বাড়ী লকডাউন করেছে এবং করোনা ভাইরাস পরীক্ষার জন্য মৃত ব্যক্তির থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছে। সেই সাথে মৃতব্যক্তির দেহ পিপিই দ্বারা আবৃত করে দাফনের পরামর্শ দিয়েছে আইইডিসিআর।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান, মৃত ওই ব্যক্তির বাড়ী বগুড়া জেলার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের মুরইল দক্ষিণপাড়ায়। তিনি ওই গ্রামের কোরবান আলীর পুত্র। তিনি ঢাকায় ব্যবসা করেন এবং তার স্ত্রী সাজেদা বেগম এনজিও টিএমএসএস-এর শিবগন্জ উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নের দাড়িদহ শাখায় কর্মরত।

ঢাকায় অবস্থানকালে ওই ব্যক্তি জ্বর , সর্দি ও কাশি, গলাব্যথা রোগে আক্রান্ত হয়ে গত ২৪ মার্চ তার বাড়ীতে যান। এরপর গতকাল শুক্রবার তার স্ত্রীর ভাড়াবাড়ী দড়িদহ গ্রামে যান। এমন অবস্থায় গতকাল শুক্রবার রাতে শ্বাসকষ্ট আরো বেড়ে যায়। এক পর্যায়ে আজ শনিবার সকাল সাড়ে ৮টায় সে স্ত্রীর বাড়ীতে মারা যায়।

এ খবর মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে পাড়াপ্রতিবেশীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সন্দেহ করেন। এরপর ওই বাড়ীর আশেপাশের ১০টি বাড়ী লকডাউন ঘোষণা করে সবার যাতায়াত বন্ধ করে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়।

বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, এ বিষয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডাক্তার মীরজাদি সেব্রিনা ফ্লোরার সাথে যোগাযোগ করলে তিনি মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠাতে বলেন এবং পিপিই দ্বারা আবৃত করে দাফনের পরামর্শ দিয়েছেন। সে মোতাবেক একটি চিকিৎকদল সেখানে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল