২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


গরু ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেয়ার দায়ে এসআই বরখাস্ত

-

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চর পোরজনা গ্রামের গরু ব্যবসায়ী আজাদ আলী শেখকে থানায় আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ৯৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আত্মসাতের অভিযোগে শাহজাদপুর থানার এসআই সামিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চর পোরজনা গ্রামের গরু ব্যবসায়ী আজাদ আলী সেখসহ দুজনকে থানায় আটকে রেখে টাকা ৯৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আত্মসাতের অভিযোগ করেন আজাদ আলী।

সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলীকে এ অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

গরু ব্যবসায়ী আজাদ আলীর অভিযোগ, হাটে গরু বিক্রি করে ফেরার পথে গত ১৪ জানুয়ারি আজাদ আলী সেখ ও নছিমন চালক স্বপনকে থানায় নিয়ে যান এসআই সামিউল ইসলাম। থানায় নিয়ে মামলার ভয়ভীতি দেখিয়ে আজাদের কাছ থেকে গরু বিক্রির ৩ লাখ ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে রাত ৩ টার দিকে সাদা কাগজে টিপসই নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। ওই সময় এসআই সামিউল ২ লাখ ৪৫ হাজার টাকা ফেরত দেন। বাকি ৯৩ হাজার টাকা রেখে ভয়ভীতি দেখিয়ে তাদের থানা থেকে বের করে দেন।

এ বিষয়ে আজাদ সেখ গত ১৭ জানুয়ারি অতিরিক্ত পুলিশ সুপারের (শাহজাদপুর সার্কেল) কাছে লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে সিরাজগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। 


আরো সংবাদ



premium cement
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই গাজা নিয়ে আলোচনার লক্ষ্যে সৌদি আরব যাচ্ছেন ব্লিংকেন ধামরাইয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ, কাদঁলেন মুসুল্লিরা বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২ কেএনএফ সদস্য নিহত এসএসসি পরীক্ষার ফল ৯ থেকে ১১ মে’র মধ্যে প্রকাশ কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ যেসব কারণে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেসবুক আইডি ও পেজ কুয়াকাটাসহ উপকূল পুড়ছে তাপপ্রবাহে, স্বস্তি নেই জনজীবনে আজ দুপুরে দেশের উদ্দেশে আল হামরিয়া বন্দর ছাড়বে এমভি আব্দুল্লাহ ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বিদেশফেরত যুবকের মৃত্যু শেরপুরে হিট স্ট্রোকে আরো ১ জনের মৃত্যু

সকল