২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আসছে রেডমি ওয়াচ-৪

-

ওয়্যারেবল ডিভাইসের বাজারে নতুন স্মার্টওয়াচ আনছে শাওমির সাবব্র্যান্ড রেডমি। বড় অ্যামোলেড ডিসপ্লেসহ শিগগিরই আসবে রেডমি ওয়াচ-৪। ফুল মেটাল বডির স্মার্টওয়াচ হিসেবে এটি রেডমির প্রথম স্মার্টওয়াচ হতে চলেছে। নতুন ওয়াচটিতে অ্যালুমিনিয়াম অ্যালয়ের ফ্রেম দেয়া হয়েছে। নেভিগেশনের জন্য ফ্রেমটিতে রয়েছে স্টেইনলেস স্টিলের রোটেটিং ক্রাউন। রেডমি ওয়াচ-৪ স্মার্টওয়াচটির স্পেসিফিকেশন হিসেবে রয়েছে ১ দশমিক ৯৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ডিসপ্লেটিতে ৬০০ নিটস ব্রাইটনেস দেয়া হয়েছে, যা আউটডোরে ব্যবহারের জন্য যথেষ্ট উজ্জ্বল। নতুন স্মার্টওয়াচটির স্ক্রিনে এলটিপিএস টেকনোলজিও ব্যবহার করা হয়েছে। এ প্রযুক্তির কারণে স্মার্টওয়াচটি অল্প চার্জেই দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে বলে দাবি কোম্পানির। ব্যবহারকারীদের স্টাইলের কথা মাথা রেখে স্মার্টওয়াচটিতে দুই শতাধিক ওয়াচ ফেস দেয়া হয়েছে। এ ছাড়া স্মার্টওয়াচটির অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ফাইভ এটিএম ওয়াটার পর্যন্ত রেজিস্ট্যান্স এবং বিল্ট-ইন জিপিএস নেভিগেশন সিস্টেমসহ বিভিন্ন হেলথ মনিটরিং ফিচার। মেটাল, লেদার, ফ্যাব্রিক এবং টিপিইউচারটি ভিন্ন ধরনের রিস্টব্যান্ড সঙ্গে স্মার্টওয়াচটি পাওয়া যাবে।


আরো সংবাদ



premium cement