০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


যুক্তরাজ্যে ই-কমার্স এক্সপোতে অংশ নিয়েছে বাংলাদেশ

-

দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ও বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো-এর যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের সহায়তায় গত ২৭-২৮ সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘এক্সেল লন্ডন’-এ অনুষ্ঠিতব্য ‘ই-কমার্স এক্সপো’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করেছে।
দেশের সম্ভাবনাময় বিপিও এবং ই-কমার্স খাতকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে ১৬টি শীর্ষপর্যায়ের বাংলাদেশী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এ প্রদর্শনীতে। উপরন্তু, বাক্কো ও রফতানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে প্রদর্শনীতে ‘বিপিও ব্রিলিয়্যান্স ইন্ বাংলাদেশ : পেইভিং দ্য ওয়ে ফর গ্লোবাল এক্সিলেন্স শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনায় বাংলাদেশের বিপিও খাতের অমিত সম্ভাবনার প্রতি আলোকপাত করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত, বাংলাদেশী বংশো™ভূত ব্রিটিশ এমপি রুশানারা আলী, যুক্তরাজ্যের প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি এবং লন্ডনবিষয়ক মন্ত্রী পল স্কালি ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম। বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অংশ নেবেন সিনিয়র উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি আহমাদুল হক, সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন ও পরিচালক কাওসার আহমেদ।


আরো সংবাদ



premium cement