২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দৃষ্টিপাত : ডাক সঞ্চয় স্কিমকে গুরুত্ব দিন

-

‘সঞ্চয়পত্রের নয়, সুদ কমেছে ডাকঘর সঞ্চয় স্কিমের : ডাকঘর সঞ্চয় স্কিমের সুদ কমিয়ে অর্ধেক করা হয়েছে।’ নয়া দিগন্তের গত ফেব্রুয়ারি ১৭ সংখ্যার শেষ পৃষ্ঠার অন্যতম শিরোনাম এটি। এতে বলা হয়Ñ ‘ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি ও সাধারণ হিসাবের সুদহার কমিয়ে তিন বছর মেয়াদি হিসাবে ১১.২৮ শতাংশ থেকে কমিয়ে ০৬ শতাংশ এবং সাধারণ হিসাবে ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।’ আগাম ঘোষণা না দিয়ে অর্থ মন্ত্রণালয় ১৩ ফেব্রুয়ারি এ নির্দেশ জারি এবং কার্যকর করেছে। এটা সাধারণ মানুষের সঞ্চয় প্রবণতায় সরকারের চরম আঘাততুল্য। ডাক বিভাগের চাহিদা যখন হারিয়ে যেতে বসেছিল, তখন সঞ্চয় স্কিমের লেনদেনে ডাকঘরগুলো অনেকটা সরগরম থাকত। সরকারের এই ভুল সিদ্ধান্তে দেশের সাধারণ মানুষ হতবাক। তেমনি ডাক বিভাগের অগ্রগতিও থমকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ নিয়ে সরকার বিচার-বিশ্লেষণ করে ডাকঘর সঞ্চয় স্কিমকে নির্বিঘেœ অগ্রবর্তী রাখতে পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করছি।
মোহাম্মদ ইব্রাহিম খলীলুল্লাহ
বারইয়ারহাট, মিরসরাই, চট্টগ্রাম


আরো সংবাদ



premium cement