৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


বিতর্কিত পাঠ্যপুস্তক বাতিল না করা হলে পাঠ্যপুস্তকবোর্ড ঘেরাও : ডা. ইরান

পুরানা পল্টন মসজিদের সামনে বিতর্কিত ও ইসলামবিদ্বেষী পাঠ্যপুস্তক বাতিলের দাবিতে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল - ছবি : নয়া দিগন্ত

বিতর্কিত পাঠ্যপুস্তক বাতিল না করা হলে পাঠ্যপুস্তকবোর্ড ঘেরাও করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি বলেন, ‘ইসলামবিদ্বেষী একটি গোষ্ঠী পাঠ্যপুস্তকে শিক্ষার্থীদের ডারউইনের মতবাদ শিক্ষা দিয়ে নাস্তিক বানাতে চায়। তারা সরকারের ভেতরে অনুপ্রবেশ করে পাঠ্যপুস্তকে হিন্দুত্ববাদ, নাস্তিক্যবাদ অন্তর্ভুক্ত করে মুসলিম শিক্ষার্থীদের ঈমান আকিদা নষ্ট করতে চাচ্ছে। এদের মুখোশ উম্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় তাওহিদি জনতাকে নিয়ে পাঠ্যপুস্তকবোর্ড ঘেরাওসহ কঠিন কর্মসূচি দেয়া হবে।’

শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুরানা পল্টন মসজিদের সামনে বিতর্কিত ও ইসলামবিদ্বেষী পাঠ্যপুস্তক বাতিলের দাবিতে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডা. ইরান বলেন, ‘ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে বাংলার মুসলিম শাসকদের অবদানকে খাটো করা হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে বাংলার মুসলিম বীরদের অবদানকে উপেক্ষা করা হয়েছে। ষষ্ঠ শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদেরকে ইসলামবিরোধী বিবর্তনবাদ শিখিয়ে তাদের ইসলামি বিশ্বাস ও মূল্যবোধে আঘাত করা হয়েছে। এমনকি সমকামিতার দিকে ধাবিত করারও অপচেষ্টা করা হয়েছে। এভাবে পাঠ্যপুস্তক প্রণেতারা দেশের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামি সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ে চরম আঘাত দিয়েছে।’


লেবার পার্টির চেয়ারম্যান আরো বলেন, বিতর্কিত সকল পাঠ্যপুস্তক বাতিল করতে হবে। নতুন পাঠ্যবই তৈরিতে বিশেষজ্ঞ কমিটির মধ্যে ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ব্যক্তিবর্গকেও অন্তর্ভুক্ত করতে হবে।

ঢাকা মহানগর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুইঁ, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম চৌধুরী মিলন, দেশ বাচাঁও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন, লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক লিটন সিকদার, ধর্মবিষয়ক সম্পাদক মুফতি তরিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাছিমা নাজনিন সরকার, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো: মিলন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি নাজমুল ইসলাম মামুন, মো: শুভ আহমেদ ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
গাজা যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪,৫৩৫ জনে পাঁচবিবিতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, আটক ৩ নারায়ণগঞ্জে তাপদাহে বিপর্যস্ত পশুপাখির পাশে টিম খোরশেদ দাগনভুঞায় হিট স্ট্রোকে আক্রান্ত শিক্ষার্থী হাসপাতালে ভর্তি ৩ তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা ইসরাইলিদের গ্রেফতারি পরোয়ানা জারি না করার আহ্বান যুক্তরাষ্ট্রের ইন্দোনেশিয়ার মাউন্ট রুয়াং আবার অগ্ন্যুৎপাত, আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ উল্লাপাড়ায় ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু বগুড়ায় মওসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ : আইএইএ প্রধানকে পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহেই গ্রেফতার হতে পারে নেতানিয়াহু

সকল