২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


বগুড়ায় মওসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি

বগুড়ায় মওসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি - ছবি: সংগৃহীত

বগুড়ায় চলতি মওসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ ৪১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

এর আগে গত ২৬ এপ্রিল বগুড়ায় ৪০ দশমিক ৮ ডিগ্রি ও ৩৫ বছর আগে ১৯৮৯ সালের ২১ এপ্রিল জেলার ইতিহাসে সর্বোচ্চ ৪৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুর রশিদ বলেছেন, মঙ্গলবার জেলায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটা জেলার চলতি মওসুমে সর্বোচ্চ তাপমাত্রা এটি। এ রকম তীব্র দাবদাহ চলমান থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম।
এদিকে উত্তরজনপদের ব্যস্ততম শহর বগুড়ায় তাপপ্রবাহের কারণে মানুষ জরুরি কাজ ছাড়া বাসার বাইরে বের হচ্ছেন না। তাই দিনের বেলা শহর অনেকটা ফাঁকা।


আরো সংবাদ



premium cement