২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

রিকশাশ্রমিকদের জীবনমান উন্নত হয়নি : আ ন ম শামসুল ইসলাম

রিকশা শ্রমিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল - ছবি সংগৃহীত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, রিকশাশ্রমিকরা আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত। তাদের রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আয় করতে হয়। শহরের সবচেয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করেন তারা মানহীন খাবার খেয়ে দিন অতিবাহিত করতে হয় তাদের। ফলে তাদের জীবনে দেখা দেয় নানা রোগ।

শনিবার বাংলাদেশ রিকশা শ্রমিক ঐক্য পরিষদ ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২১ উপলক্ষে রিকশা শ্রমিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের দফতর সম্পাদক মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও রিকশা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আহসানুল্লাহ শামীমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রিকশা শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: মহিব্বুল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সবুজবাগ থানা সভাপতি শওকত হোসেন, শ্রমিক নেতা লোকমান হোসেন প্রমুখ।

শামসুল ইসলাম বলেন, লকডাউনে অনেক রিকশাচালক পরিবার নিয়ে না খেয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছে। রিকশাচালকদের ওপর প্রতিনিয়ত ট্রাফিক পুলিশ অন্যায় আচরণ করে যাচ্ছে।

তিনি বলেন, অবিলম্বে রিকশাচালকদের প্রতি সকল ধরণের হয়রানি বন্ধ করতে হবে। রিকশা চালকদের জন্য নিরাপদ আবাসস্থলসহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা দেয়ার জন্য সরকারকে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে।

শহরের সড়কগুলোতে রিকশা-ভ্যানের জন্য আলাদা লেন তৈরি করার কথা বলেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement