০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


যারা সমালোচনা করেছে তারাই এখন ভ্যাকসিন গ্রহণ করছে : স্বাস্থ্যমন্ত্রী

যারা সমালোচনা করেছে তারাই এখন ভ্যাকসিন গ্রহণ করছে : স্বাস্থ্যমন্ত্রী - ছবি : সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা ভ্যাকসিনের সমালোচনা করেছে তারাই এখন ভ্যাকসিন গ্রহণ করছে।

রোববার সকালে নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় কুমুদিনী কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এদিন জেলার কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেজিকেল সায়েন্স অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা টিকার ব্যাপারে কোন ধরণের সন্দেহ পোষণ না করে স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাইকে এই টিকা গ্রহণের আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার ব্যাপারে কোন ধরণের বিভ্রান্ত সৃষ্টি না করে গণমাধ্যম কর্মীদেরও এই টিকা গ্রহণ করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন।

তিনি বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোন ধরণের পার্শ প্রতিক্রিয়া নেই। মন্ত্রী জানান, টিকার ব্যপারে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে। প্রতিদিন অন্তত দুই লাখ মানুষ টিকা গ্রহণ করছেন। এই টিকার মাধ্যমেই বাংলাদেশ করোনমুক্ত হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, `করোনা প্রাদুর্ভাভের শুরুতে দেশে মাত্র একটি ল্যাব ছিলো এখন আছে ২২০টি। সরকার শুরু থেকেই নানা পদক্ষেপ নেয়ায় দেশে করোনা মোকাবিলায় সফলতা আসছে।'

অনুষ্ঠানে আরো বক্তব্য- রাখেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের চেয়ারম্যান শ্রীমতি সাহা ও ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য সেলিম ওসমান, সংসদ সদস্য শামীম ওসমান, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি প্রমুখ।


আরো সংবাদ



premium cement