২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আল্লামা মনিরুজ্জামান সিরাজীর ইন্তেকালে জামায়াতের শোক

আল্লামা মনিরুজ্জামান সিরাজীর ইন্তেকালে জামায়াতের শোক - ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান রোববার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার খ্যাতিমান আলেমে দ্বীন ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজী ৯৩ বছর বয়সে রোববার দুপুর ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শোকবাণীতে তিনি আরো বলেন, শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সর্বজন শ্রদ্ধেয় বড় হুজুর হযরত মাওলানা সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। তিনিও পিতার মতই সকলের প্রিয় ও শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি ছিলেন আলেম কুলের শিরোমনি এবং আলেম-উলামা ও তৌহিদী জনতার প্রিয় রাহবার। তিনি ইসলামি শিক্ষার বিস্তার ও প্রচারে বিরাট অবদান রেখে গেছেন। ইলমে দ্বীনের খেদমতের জন্য যুগ যুগ ধরে এ দেশের মানুষ শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামানকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার ইন্তেকালে জাতি একজন আলেমে দ্বীনকে হারাল। তার শূন্যতা সহজে পূরণ হবার নয়।

মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement