৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


প্রকাশিত সংবাদের ব্যাপারে জামায়াতে ইসলামীর প্রতিবাদ

-

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে গত ২০ নভেম্বর রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেলের পদ নিয়ে ‘জামায়াতে সিচুয়েশন ক্রিটিক্যাল’ শিরোনামে প্রকাশিত বিভ্রান্তিকর ও কাল্পনিক রিপোর্টের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ বৃহস্পতিবার প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে গত ২০ নভেম্বর রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেলের পদ নিয়ে ‘জামায়াতে সিচুয়েশন ক্রিটিক্যাল’ শিরোনামে প্রকাশিত বিভ্রান্তিকর ও কাল্পনিক রিপোর্টির প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বাংলা ট্রিবিউনে প্রকাশিত রিপোর্টটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও কাল্পনিক। আমি এ রির্পোর্টটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, এ রিপোর্টটি সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন নির্বাচিত আমীর ডাঃ শফিকুর রহমান শপথ গ্রহণ করার পরে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের নির্দ্দিষ্ট ফোরামে আলাপ-আলোচনা করেই দলের নতুন সেক্রেটারী জেনারেল নিয়োগ করবেন। সেক্রেটারী জেনারেল নিয়োগ নিয়ে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণের জল্পনা-কল্পনা শুরু হওয়া এবং সংগঠনের মধ্যে ঐকমত্য নেই বলে যে কথা লেখা হয়েছে তা মোটেই সত্য নয়। এ নিয়ে পূর্বেই জল্পনা-কল্পনার কোন সুযোগ নেই। বিভ্রান্তি সৃষ্টির হীন উদ্দেশ্যেই বাংলা ট্রিবিউনে বিভ্রান্তিকর রিপোর্টটি প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, সংগঠনের কোন পদের জন্য কারো আগ্রহ প্রকাশ করা কিংবা প্রচার করার কোন সুযোগ নেই। জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ঐ ধরনের কোন অপতৎপরতা চালানো গর্হিত অপরাধ হিসেবে গণ্য করা হয়ে থাকে। কাজেই জামায়াতের কারো ঐ ধরণের অপতৎপরতা চালানোর প্রশ্নই আসেনা।
জামায়াতে ইসলামীর গঠনতান্ত্রিক বিধান সম্পর্কে না জানার কারণেই বাংলা ট্রিবিউনের সংশ্লিষ্ট রিপোর্টার জামায়াতের সেক্রেটারী জেনারেল নিয়োগ সম্পর্কে কাল্পনিক রিপোর্ট প্রকাশ করেছেন। জামায়াতে ইসলামীর মধ্যে ডান, উদারপন্থী কিংবা উগ্রপন্থী বলে কোনো কিছুর অস্তিত্ব নেই।

জামায়াতে ইসলামীর নতুন আমীর কাকে পছন্দ করেন তা তিনি প্রকাশ করেননি। বিধায় বাংলা ট্রিবিউনের সংশ্লিষ্ট রিপোর্টারের বা অন্য কারো তা জানার এবং প্রকাশ করার কোন সুযোগ নেই। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে উগ্রপন্থী হিসেবে অভিহিত করে বাংলা ট্রিবিউনের সংশ্লিষ্ট রিপোর্টার তাকে ব্লাক মেইল করেছেন যা তার জন্য মানহানিকরও বটে। এ ধরণের অবাঞ্ছিত মন্তব্য সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী।

তাই জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল নিয়োগ নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর ও কাল্পনিক রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি বাংলা ট্রিবিউন অনলাইন নিউজ পোর্টাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আশা করছি তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন। ”
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
সজনে পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্ট, গাছের ডালেই আটকা লাশ ১৯৭১-এ বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রধান ইন্ধনদাতা ছিল আমেরিকা বুয়েটে নিরাপত্তা চেয়ে ছাত্রলীগপন্থী শিক্ষার্থীদের ফের স্মারকলিপি বরিশালে আইএইচটির ২ ছাত্রকে তুলে নিয়ে ছাত্রলীগের মারধর খালে পাওয়া ‘টর্পেডো’টি বাংলাদেশের নয় : ওসি হেলাল উদ্দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় বসতবাড়িতে পটকা তৈরির কারখানা বিস্ফোরণে আহত ৪ কোস্টগার্ড পশ্চিম জোনের অভিযানে আটক ৩ জামালপুরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট কৃষকের মৃত্যু রাজশাহীর পদ্মায় ডুবে তাবলিগ জামাতের সদস্যের মৃত্যু

সকল