০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


অসুস্থতার কারণে প্রচারণায় যাননি ড. কামাল

-

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারে অংশ নিতে ময়মনসিংহে যাচ্ছেন না ড. কামাল হোসেন।

শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রচারণায় যোগ দেবেন না বলে নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সুব্রত চৌধুরী।

ড. কামাল হোসেনের প্রচারণায় অংশ না নেয়ার পেছনে কয়েকটি গণমাধ্যম হামলার আশঙ্কাকে কারণ হিসেবে উল্লেখ করলেও সেরকম কোনো কারণ নেই বলে জানান সুব্রত।

বিবিসি বাংলাকে তিনি বলেন, ড. কামালের নির্বাচনী প্রচারণায় অংশ না নেয়ার পেছনে গতকালের হামলার কোনো সম্পৃক্ততা নেই।

আজ ভোটের প্রচারণায় অংশ নিতে ঐক্যফ্রন্টের নেতাকর্মী ও সমর্থকদের সাথে ড. কামাল হোসেনেরও ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল।

পথিমধ্যে বিভিন্ন স্থানে সভার আয়োজন করার কথা রয়েছে বলে জানিয়েছে দলের নেতারা।

সেসব পথসভায় ঐক্যফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি ড. কামাল হোসেনেরও বক্তব্য রাখার কথা ছিল।

এদিকে গতকাল মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে ঐক্যফ্রন্টের গাড়িবহর হামলার মুখে পড়ে।

ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা আ.স.ম আবদুর রব এই হামলার পেছনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দায়ী করেন।

গত বুধবার সিলেটে শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করে ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্ট।

আগামীকাল বিজয় দিবসে সকাল ৯টায় দলের পক্ষ থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।


আরো সংবাদ



premium cement
সখীপুরে স্কুল খোলা থাকলেও নেই শিক্ষার্থী, প্রধান শিক্ষকের রুমে তালা বিজয়ের সেঞ্চুরিতে ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী বিদ্যুৎস্পৃষ্টে নয়, মা গলা টিপে হত্যা করেন শিশু মাইশাকে গরমে ঢাকার হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ, শিশু ওয়ার্ডে আসন সঙ্কট প্রকট এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া চৌগাছায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ১ বিঘা জমির পানের বরজ সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর চটেছেন সাকিব, চেপে ধরলেন ঘাড় টিভি চ্যানেলের অবৈধ সম্প্রচার বন্ধে কার্যক্রম শুরু যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস শিবপুরে গৃহবধূর আত্মহত্যা : স্বজনদের দাবি হত্যা, স্বামী আটক সিদ্ধিরগঞ্জে হেলে পড়েছে ৬ তলা ভবন, আতঙ্ক

সকল