০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বৃহত্তর জাতীয় ঐক্যকে এগিয়ে নিতে স্টিয়ারিং কমিটি

বৃহত্তর জাতীয় ঐক্যকে এগিয়ে নিতে স্টিয়ারিং কমিটি। ছবি - সংগৃহীত

বৃহত্তর জাতীয় ঐক্যকে এগিয়ে নিতে একটি স্টিয়ারিং কমিটি গঠণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট এবং ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া। দুই জোটের শরীকদলগুলোর নেতাদের নিয়ে গঠিত হবে এই কমিটি। যৌথভাবে বিভিন্ন কর্মসূচি প্রনয়ণসহ সাংগঠনিক বিষয়াদী দেখভাল করবে এরা।

মতিঝিলস্থ ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট্রের মধ্যে বৈঠকে এসিদ্ধান্ত হয়। বৈঠকের এক সুত্র জানায় গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন এবং নাগরিক ঐক্যের ডা. জাহিদুল ইসলামকে নিয়ে এই কমিটি গঠণ করা হতে পারে। আজ মঙ্গলবার ড. কামাল হোসেনের বেইলী রোডের বাসায় দুই পক্ষ বৈঠকে বসে এটি চুড়ান্ত করা হবে।

এদিকে জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোগে আগামী ২৬ সেপ্টেম্বর ‘নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের অপরিহার্যতা’ শীর্ষক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্টিত হবে বলে বৈঠকে জানান হয়।

এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন পরোয়ানা ছাড়া যে কোন ব্যক্তিকে তল্লাশি, জব্দ ও গ্রেফতার করার জন্য পুলিশকে যে ক্ষমতা দেয়াসহ যে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ করা হয়েছে তার তীব্র নিন্দা জানান। এর পাশাপাশি তিনি অবিলম্বে তা বাতিলের দাবী জানায়। ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্টের সাথে এক সভা শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় সাংবাদকিদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. কামাল হোসেন জানান, বাংলাদেশে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে নীতিগত আপত্তি নেই-এমন বক্তব্য তিনি দেননি। ঐ সংবাদ মাধ্যমে বক্তব্যটি সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. কামাল হোসেন জানান, বাংলাদেশে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে নীতিগত আপত্তি নেই-এমন বক্তব্য তিনি দেননি। ঐ সংবাদ মাধ্যমে বক্তব্যটি সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলেও জানান তিনি।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও এই বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিকক দলের- জেএসডি সভাপতি আসম আবদুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, তানিয়া রব, গণফোরামের নির্বাহী সভাপতিদেও মধ্যে মফিজুল ইসলাম খান কামাল ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের শহিদুল্লাহ কায়সার, ডা. জাহিদুর রহমান, বিকল্পধারা বাংলাদেশের ব্যারিস্টার ওমর ফারুক, গণফেরামের কেন্দ্রীয় নেতা মফিজুল ইসলাম খান কামাল, আওম শফিকউল্লাহ, মোস্তাক হোসেন প্রমূখ অংশ নেন।


আরো সংবাদ



premium cement
গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিয়ের এক সপ্তাহের মাথায় দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী গোবিন্দগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২ টানা ৮ দফা কমার পর আবার বাড়লো স্বর্ণের দাম সুন্দরবনে ২ কিলোমিটার জুড়ে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস গাজীপুরে ট্রেন দুর্ঘটনার প্রায় ৩২ ঘণ্টা পর আপ লাইন চালু ফের টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে এলো মিয়ানমারের ৪০ বিজিপি রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন শিব্বির আহমদ রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়, ভোগান্তি যাত্রীদের গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে : ছাত্রশিবির

সকল