০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদসহ ১০ জন কারামুক্ত

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদসহ ১০ জন কারামুক্ত - সংগৃহীত

পাঁচ মামলায় কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খানসহ ১০ শিক্ষার্থী কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা মুক্তি পান।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, গতকাল রাশেদসহ ২৭ শিক্ষার্থীর জামিন হওয়ার পর তাদের আইনজীবীরা জামিননামা (বেইলবন্ড) দাখিল দেন। সে বেইলবন্ডে বিচারক স্বাক্ষর করার পর আদালতের ডেসপ্যাচ (আদান-প্রদান) শাখার মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আজ রাশেদসহ ১০ আসামি মুক্তি পেয়েছেন বলে আইনজীবীরা জানিয়েছেন। তবে মঙ্গলবার কারাগার থেকে অনেক আসামি জামিনে মুক্তি পাবেন বলে অন্য শিক্ষার্থীদের মুক্তি পাওয়ার কিছু সময় লাগবে বলে জানান তিনি।

জিআরও মাহমুদুল হাসান বলেন, মুক্তি পাওয়া অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক হোসেন, মশিউর রহমান, তারিকুল ইসলাম, সাইদুর রহমান ও আতিকুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জসিম উদ্দিন ও গাজীপুরের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন।

এর আগে গতকাল ঢাকার বিভিন্ন মহানগর হাকিম ২৭ শিক্ষার্থীর বিভিন্ন মামলায় জামিন মঞ্জুর করেন।


আরো সংবাদ



premium cement