২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


৫০ বছর পর দেখা মিলল তার, নাম জানেন এই সাপের?

- ছবি : সংগৃহীত

প্রায় ৫০ বছর পর দেখা মিলল বিরল প্রজাতির একটি রংধনু সাপের। আমেরিকার ফ্লোরিডায় ওচালা ন্যাশনাল ফরেস্ট দিয়ে এক ব্যক্তি হেঁটে যাওয়ার সময় সাপটির ছবি তোলেন। সাপটি ৪ ফুট লম্বা।

ফ্লোরিডা মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের সাপ সর্বশেষ দেখা যায় ১৯৬৯ সালে, মারিওন কাউন্টিতে। মিউজিয়ামের কর্তারা বলছেন, এই সাপ বিষহীন। মানুষের জন্য ক্ষতিকরও নয়।

রংধনু সাপ অতিমাত্রায় পানিপ্রেমী। জীবনের অধিকাংশ সময় তারা জলজ উদ্ভিদের ভেতর নিজেদের লুকিয়ে রাখে। পূর্ণবয়স্ক রংধনু সাপ সাধারণত ৩ ফুট থেকে ৬ ফুট লম্বা হয়।

ফ্লোরিডা মিউজিয়ামের তথ্যানুযায়ী আমেরিকায় এখন পর্যন্ত ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা রংধনু সাপ দেখা গেছে। পুবের কলম।


আরো সংবাদ



premium cement