২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


বাজেটে নিম্নস্তরের সিগারেট উৎপাদন শুধুমাত্র শতভাগ দেশীয় কোম্পানীর জন্য রিজার্ভ রাখার প্রস্তাব

অসম বণ্টনে দেশীয় সিগারেট কোম্পানিগুলো রুগ্ন হয়ে যাচ্ছে - ছবি : সংগৃহীত

সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানিগুলোর করুণ অবস্থার পড়েছে। এই খাতে সুষম বণ্টন না হওয়ায় বড় কোম্পানিগুলো আরো বড় হচ্ছে, অন্যদিকে ছোট কোম্পানিগুলো রুগ্ন হয়ে বন্ধ হয়ে যাচ্ছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় সংসদে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

এর আগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সংসদ সদস্য মির্জা আজম বলেন, আমাদের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রায় ৫০ হাজার কোটি টাকার সিগারেটের বাজারের রাজস্ব আয় নিয়ে দীর্ঘদিন ধরেই নানান অভিযোগ ও দাবি উঠে আসছে। এই খাতে সুষম বণ্টন না হওয়ায় বড় কোম্পানিগুলো আরো বড় হচ্ছে, অন্যদিকে ছোট কোম্পানিগুলো আরো ছোট হয়ে যাচ্ছে। ছোট কারখানাগুলো রুগ্ন হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। কর্মসংস্থান কমে যাচ্ছে, ব্যাংকঋণের টাকা অনাদায়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি বলেন, এই অবস্থা নিরসনে ২০১৮-২০১৯ অর্থবছরে ‘নিম্নস্তরের সিগারেট উৎপাদন’ শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানির জন্য রিজার্ভ রাখার প্রস্তাব দিলে তা সর্বসম্মতভাবে পাস হয়। কিন্তু সংসদের অনুমোদিত এই নীতি এখনও বাস্তাবায়ন হয়নি। এ নিয়ে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় শ্রমিকরা আন্দোলন করছে।

দেশীয় সিগারেট কোম্পানিগুলোকে বাঁচানোর জন্য ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে নিম্নস্তরের সিগারেট উৎপাদন শুধু শতভাগ দেশীয় কোম্পানির জন্য রিজার্ভ রাখার প্রস্তাব করেন মির্জা আজম।


আরো সংবাদ



premium cement
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল? কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সকল