০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


সংগ্রাম পরিষদের মানববন্ধন

হকারদের ফুটপাতে বসার অনুমতি দিন

- ফাইল ছবি

ঈদের আগেই সর্বস্বহারা হকারদের সরকারি আর্থিক অনুদান ও খাদ্য সহায়তাসহ ফুটপাতে ব্যবসা করার অনুমতি দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ।

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার দুপুরে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান হয়।

সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা কামাল সিদ্দিকী, হারুন-অর-রশিদ, আরিফ চৌধুরী, সাইজুদ্দিন মিয়া, এম এ খায়ের, আব্দুল মান্নান, তাজুল ইসলাম, নজরুল ইসলাম নসু, বিউটি বেগম প্রমুখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, হকাররা বর্তমানে এক মানবেতর জীবন-যাপন করছেন। এদের সুরক্ষায় ঢাকা সিটি করপোরেশনসহ প্রশাসনের পক্ষ থেকে কোন সহায়তা দান করেনি। অথচ হকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৪ হাজার ৬০ জন হকারদের তালিকা তৈরি করে গত ৪ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের বরাবর পেশ করা হয়। আবেদন পত্রে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হকারদের ১০ হাজার টাকা অনুদান ও খাদ্য সহায়তাদানের আবেদন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করেননি।

এ ব্যাপারে হকার নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষতিগ্রস্ত হকাররা বেঁচে থাকার জন্য সরকারের কাছে আবদেন করেছে। কিন্তু সরকার সে আবেদন উপেক্ষা করে হকারদের বাঁচার লড়াইয়ের জন্য রাজ পথে নামতে বাধ্য হবে। যা কারই কাম্য নয়। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে নেতৃবৃন্দ আশা করেন।


আরো সংবাদ



premium cement
স্মিথকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা পেটের দায়ে কাজে আসছি থাইল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান, প্রশংসা ট্রাম্পের আজ আধাবেলা বাস চলাচল বন্ধ থাকবে মিয়ানমার : যুদ্ধ আর জোরপূর্বক সেনাবাহিনীতে যোগদান এড়াতে শরণার্থীদের সীমান্ত পাড়ি যেভাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন শুরু হয়েছিল মালদ্বীপ ভারত থেকে চীনমুখী হওয়ার গতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ, ব্যাপক গ্রেফতার নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সকল