০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


রাশিয়ার হামলায় খারকিভে নিহত ৬

-

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার হামলায় ছয়জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় মধ্যরাতে এসব হামলা চালানো হয়েছে বলে অঞ্চলটির কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনের পুলিশ জানিয়েছে, ড্রোনযোগে এসব হামলা চালানো হয়েছে। এতে নগরীর সড়কগুলোতে ও পার্শ্ববর্তী ভবনগুলোতে আগুন ধরে যায়। পুলিশ বিভাগ এসব অগ্নিকাণ্ডের ছবি প্রকাশ করেছে।
টেলিগ্রাম অ্যাপে খারকিভের মেয়র ইহর তেরেখভ বলেছেন, “রাতে শেভচেনকিভস্কি এলাকায় হামলা চালানো হয়েছে। এতে আজ সকাল পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো ১০ জন। “হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত নয়টি সুউচ্চ ভবন, তিনটি ছাত্রাবাস, উল্লেখযোগ্যসংখ্যক প্রশাসনিক ভবন, দোকান, একটি পেট্রল পাম্প, একটি পরিষেবা স্টেশন ও অনেকগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।”
নিজেদের ফেইসবুক পেইজে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা রাশিয়ার পাঠানো ৩২টি ড্রোনের মধ্যে ২৮টি এবং ছয়টি ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি ধ্বংস করেছে। ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর খারকিভ প্রায়ই রাশিয়ার হামলার শিকার হয়।


আরো সংবাদ



premium cement