৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা যুক্তরাষ্ট্রের

-

রাশিয়া ও চীনের পর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সফল পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনার মধ্যেই শব্দের চেয়েও পাঁচ গুণ গতির এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত বুধবার দেশটির ভার্জিনিয়া অঙ্গরাজ্যে মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি উৎক্ষেপণ কেন্দ্রে পরীক্ষাটি চালানো হয় দাবি করা হয়। একই দিন চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বেগ জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন নৌবাহিনীর বানানো এই বিশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দেয়া হয়েছে। ক্ষেপণাস্ত্রটি বাস্তবসম্মত পরিবেশে উন্নত হাইপারসনিক প্রযুক্তি, ক্ষমতা এবং প্রোটোটাইপ সিস্টেম প্রদর্শন করেছে বলেও দাবি করে মার্কিন নৌবাহিনী।
প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো হলেও শব্দের গতির পাঁচ গুণেরও বেশি উড়তে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। গত আগস্টে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় চীন, চলতি সপ্তাহে এমন খবর প্রকাশের পরই উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার চালানো একের পর এক ক্রুজ মিসাইল ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষারও নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কিছু না বললেও চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


আরো সংবাদ



premium cement