২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


মোরালেসের গ্রেফতারি পরোয়ানা বাতিল

-

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানা বাতিল করা হয়েছে। দেশটির একটি আদালত গত সোমবার এই পরোয়ানা বাতিল করেন। রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগে গত বছর মোরালেসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
গত বছরের অক্টোবরে বিতর্কিত পুনর্নির্বাচনের জেরে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেন মোরালেস। নভেম্বরে তিনি দেশ ছাড়েন। তখন থেকে তিনি নির্বাসিত জীবন কাটাচ্ছেন আর্জেন্টিনায়। কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার পর ১৮ অক্টোবর বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। এই নির্বাচনে বড় জয় পেয়েছেন তার দল মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) পার্টির প্রেসিডেন্ট প্রার্থী লুইজ আরসে। তিনি মোরালেস সরকারের অর্থমন্ত্রী ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের আগে মোরালেস বলেছিলেন, তার দল জয়ী হলে দেশে ফিরবেন তিনি।

 


আরো সংবাদ



premium cement