৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ফিলিস্তিনের পর আরব লিগ সভাপতির পদ প্রত্যাখ্যান কুয়েতের

-

ফিলিস্তিনের পরিবর্তে আরব লিগের সভাপতির দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে কুয়েত। মঙ্গলবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশন এ তথ্য জানিয়েছে। আগামী ছয় মাস আরব লিগের বৈঠকগুলোতে সভাপতির দায়িত্ব পালনের কথা ছিল ফিলিস্তিনের; কিন্তু ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্কোন্নয়ন চুক্তির প্রতিবাদে চলতি মাসে এ দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায় তারা। এরপর জোটের সভাপতি হতে প্রস্তাব দেয়া হয় কাতারকে। তারাও পদটি নিতে অনিচ্ছা প্রকাশের পর প্রস্তাব যায় কুয়েতের কাছে; কিন্তু মঙ্গলবার কুয়েত সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা আরব লিগের ১০৫তম সভাপতির দায়িত্ব নেবে না।

 


আরো সংবাদ



premium cement