০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় আজ

-

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উন্মত্ত রামভক্তদের হাতে অযোধ্যার কয়েক শতাব্দীর প্রাচীন বাবরি মসজিদ ধ্বংসের প্রায় ২৮ বছর পরে আজ ৩০ সেপ্টেম্বর লক্ষেèৗয়ের বিশেষ সিবিআই আদালত ওই মামলার রায় ঘোষণা করবে। বিজেপির অনেক সিনিয়র নেতা ওই মামলায় অভিযুক্ত। ভারতের মুসলমানরা ওই মামলাটির দিকে তাকিয়ে আছেন এখন।
বহুল আলোচিত এই মামলায় মোট ৪৯ জনকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করা হয়েছিল। অভিযুক্তদের মধ্যে ১৭ জন এরই মধ্যে মারা গেছেন। বেঁচে আছেন ৩২ জন। বাবরি মসজিদ মামলায় উল্লেখযোগ্য অভিযুক্তদের মধ্যে বিজেপির সিনিয়র নেতা এল কে আদভানি, মুরালি মনোহর যোশী, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি’র ফায়ার ব্র্যান্ড নেত্রী উমা ভারতী, বিনয় কাটিয়ারের মতো নেতাও রয়েছেন।
আসন্ন রায় প্রসঙ্গে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য কামাল ফারুকী বলেন, ‘২৭ বছর আগে অযোধ্যাতে যা ঘটেছিল তা রাতের অন্ধকারে নয়; বরং দিনের আলোয় হয়েছিল। গোটা দেশ তা দেখেছিল। এ ক্ষেত্রে আদালতের রায়ে এমন শাস্তি দেয়া উচিত, যাতে দেশে পুনরায় কোনো ধর্মীয় স্থানের বিরুদ্ধাচরণে কারো কোনো সাহস না হয়।’

 

 


আরো সংবাদ



premium cement