০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ভারতের সাথে বিরোধ মেটাতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে চীনের ‘না’

-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করার আগ্রহ দেখালেও ভারত ও চীনের সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে তৃতীয় কোনো পক্ষের প্রয়োজন নেই বলে জানিয়েছে বেইজিং। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতার প্রস্তাব উড়িয়ে দেন।
ভারত ও চীনের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সম্প্রতি সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ৯ মে ভারতের একটি টহল টিমের কমপক্ষে ১৫ থেকে ২০ জন সদস্যের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে চীনা সেনারা। দিল্লির অভিযোগ, সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেছে চীনের সেনাবাহিনী। এর মধ্যেই বুধবার আকস্মিকভাবে চীন ও ভারতের সীমান্ত বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দেন ট্রাম্প। এ দিন টুইটারে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমরা ভারত ও চীন দুই দেশকেই জানিয়েছি যে, যুক্তরাষ্ট্র তাদের মধ্যকার ক্রমবর্ধমান সীমান্ত বিরোধে মধ্যস্থতা করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম। আপনাদের ধন্যবাদ!’ ট্রাম্পের ওই টুইটের পর আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে নিজেদের প্রতিক্রিয়া জানায় বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, সামরিক পরিস্থিতির সমাধানে কোনো তৃতীয় পক্ষের ‘হস্তক্ষেপ’ চায় না দুই দেশ। ঝাও লিজিয়ান বলেন, ‘চীন ও ভারতের মধ্যে নিজেদের সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার নির্দিষ্ট পদ্ধতি ও যোগাযোগের ব্যবস্থা রয়েছে। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে যথাযথভাবে সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম। এ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই।’ এর আগে গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ‘সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও’ সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছিলেন।


আরো সংবাদ



premium cement
ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা আসছেন বুধবার মৌলিক শিক্ষার ধাপ অষ্টম শ্রেণি পর্যন্ত, দুই মন্ত্রণালয় সম্মত ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর জয়পুরহাট ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছার আহ্বান ম্যাক্রোঁর গাজীপুরে পাওনা আদায়ের দাবিতে শ্রমিকদের অবস্থান লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ জন নিহত ঢাকায় এবার কোরবানির পশুর হাট ২২টি ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদির সাথে প্রতিরক্ষা চুক্তি নয় : যুক্তরাষ্ট্র নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার

সকল