৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


মুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব দেয়া ভারতীয় সংবিধানবিরোধী : ওয়াইসি

মহারাষ্ট্রের আওরঙ্গাবাদের সমাবেশে ভাষণরত মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি : ইন্টারনেট -

ভারতের মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, মুসলিমদের বাদ দিয়ে সবাইকে নাগরিকত্ব দেয়ার যে কথা বলা হচ্ছে, তা আইন ও সংবিধানবিরোধী। গত শুক্রবার সন্ধ্যায় মহারাষ্ট্রের আরোঙ্গাবাদে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেন।
ওয়াইসি বলেন, ‘বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, মুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব দেয়া হবে। কিন্তু এর উদ্দেশ্য কী? এটা কি ভারতীয় সংবিধানের ১৪ ধারা সমতার অধিকার বিরোধী নয়? এটা কি বৈষম্য নয়? এটা আমাদের সংবিধানের ১৫ ধারা বিরোধী, মৌলিক অধিকারবিরোধী। বিজেপি সরকার কী বার্তা দিতে চাচ্ছে? বিজেপি বলছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমরা যদি সেখানে নির্যাতনের শিকার হন এখানেই তো তারা আসবেন। কিন্তু আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই এখানকার মুসলিমদের আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের বিষয়ে কী করার আছে? আমাদের চিন্তা ভাবনায় কখনো পাকিস্তান নিয়ে ভাবি না। আফগানিস্তানকে নিজেদের অংশ বলে মনে করি না। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক কী থাকতে পারে আপনারা বলুন। আপনারাই তো পাকিস্তানকে দু’ভাগে বিভক্ত করেছেন এবং বাংলাদেশ তৈরি করেছেন। আপনারা বানিয়েছেন। কিন্তু আমাদের কেন এসব নিয়ে প্রশ্ন করা হচ্ছে? আমাদের উপরে কেন সন্দেহ করা হয়? ৭০ বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু এদের চিন্তাভাবনা দেখুন। পাকিস্তানের সাথে আমাদের কী সম্পর্ক থাকতে পারে আপনারা বলুন?’
তিনি বলেন, ‘আপনারা জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি কার্যকর করবেন? কেন আপনারা এনআরসি কার্যকর করবেন? আসামের সীমান্ত বাংলাদেশের সাথে আছে। কংগ্রেসের দলের জন্য এনআরসি হয়েছে। কংগ্রেস আসাম চুক্তি করেছিল। সুপ্রিম কোর্ট তা পর্যবেক্ষণ করেছে। এ জন্য ছয় হাজার কোটি রুপি ব্যয় হয়েছে। কিন্তু কী বেরোল? আসামে পাহাড় খনন করে ইঁদুর পর্যন্ত বেরোয়নি! কেবল ১৯ লাখ লোকের নাম এনআরসির বাইরে আছে। যত দিন এনআরসির তালিকা আসেনি বিজেপি-শিবসেনা বলছিল এনআরসি খুব ভালো, খুব ভালো। এনআরসিকে ওরা এত মহব্বত করছিল মনে হচ্ছিল এনআরসি ওদের লায়লা! কিন্তু যখন এনআরসি প্রকাশ্যে এলো তখন বুঝতে পেরেছে ১৯ লাখ লোকের নাম বেরিয়েছে। আমি সেই সময়ই বলেছিলাম আপনারা যে কাজ করতে যাচ্ছেন, এতে কিছুই অর্জিত হবে না। বিজেপি-শিবসেনার মাথাব্যথা শুরু হয়েছে যখন বুঝতে পেরেছে এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখের মধ্যে বেশির ভাগ নাম আমাদের অমুসলিম ভাই-বোনদের, আদিবাসী, গোরখাদের এবং যারা নথি দেখাতে পারেনি তাদের। এ জন্য সাথে সাথে বিজেপি বলে দিয়েছে আসামের এনআরসিকে আমরা মানি না!’
ওয়াইসি বলেন, ‘১৯ লাখ লোকের নাম যখন বাদ পড়ল এবং যখন বুঝতে পারল বেশির ভাগ নাম অমুসলিমদেরÑ তখন ওরা তা মানছে না। এখন বলছেÑ আমরা পার্লামেন্টে নয়া আইন আনব। এনআরসি আনব। আপনাদের উদ্দেশ্য হলোÑ আপনারা টার্গেট করতে চাচ্ছেন গরিব ও নিপীড়িত জনতাকে যেভাবে রোহিঙ্গাদের রাষ্ট্রহীন করে দিয়েছে। আপনারা কেবল নথি যাদের কাছে নেই তাদেরকে কষ্ট দিতে চাচ্ছেনÑ এটাই আপনাদের উদ্দেশ্য। মনে রাখবেনÑ আপনারা যা করতে যাচ্ছেন এবং সেজন্য আসামে যদি ছয় হাজার কোটি রুপি খরচ হয় গোটা দেশে কমপক্ষে ৬০-৭০ হাজার কোটি রুপি খরচ হবে। এই অর্থ গরিবদের জন্য ব্যবহার করুন। খাওয়ার পানির লাইনের সংযোগ দিন। পাঁচ বছরে সাড়ে ১৪ হাজার কৃষক মহারাষ্ট্রে আত্মহত্যা করেছেন। চলতি বছরে আরোঙ্গাবাদ জেলায় কমপক্ষে ৭৫ কৃষক আত্মহত্যা করেছেন। এগুলো বন্ধ করুন। গরিবদের জন্য অর্থ খরচ করুন। যেয়ে দেখুন যেখানে দলিত ও মুসলিমদের বসতি আছে সেখানে নিকাশি ব্যবস্থা নেই, ড্রেনে নোংরা আবর্জনায় ভর্তি! ব্যাংক থেকে তফসিলি ভাইদের জন্য ঋণ দিন। কিন্তু এসব ওরা করবেন না। কিছুই করবেন না। কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না। ওরা বিদ্বেষের রাজনীতি করছেন। হৃদয়ের মেলবন্ধনের রাজনীতি ওদের নেই। ভয়, আতঙ্ক সৃষ্টির রাজনীতি, ভয় দেখিয়ে রাখাই ওদের উদ্দেশ্য। আমি আপনাদের বলতে চাই, আমরা এক নম্বর নাগরিক ছিলাম এবং এক নম্বর নাগরিকই থাকব ইনশা আল্লাহ তায়ালা।’

 


আরো সংবাদ



premium cement
ধরপাকড়ের মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিহত ফিলিপাইনের তাপমাত্রা ৫০ ডিগ্রি, বাড়তে পারে আরো শিখ নেতা পান্নুনকে খুন করতে ‘হিটম্যান’ পাঠিয়েছিলেন ‘র অফিসার’ : ওয়াশিংটন পোস্ট দিল্লিকে উড়িয়ে দ্বিতীয় স্থানে কেকেআর করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার অ্যাস্ট্রাজেনেকার বাইডেনকে পিছনে ফেলে দিলেন ট্রাম্প ইউরোপের ‘গাজা’ যুদ্ধ আসছে শয়তানবাদ! পার্বত্য চট্টগ্রামে কেএনএফের উত্থান ও করণীয় রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির কর্মীকে বেদম প্রহার সাধারণ সম্পাদক গ্রুপের

সকল