২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


ইসলামের ইতিহাস ভার্চুয়ালি তুলে ধরতে রবি নিয়ে এলো “রবি ভার্চুয়াল কাফেলা”

-

ইসলামের ইতিহাস ও তার প্রাচীন নিদর্শনগুলো এক নতুন এক্সপেরিয়েন্সের সাথে সকলের সামনে তুলে ধরতে বাংলাদেশে প্রথমবারের মতো রবি নিয়ে এসেছে “রবি ভার্চুয়াল কাফেলা” নামক ভার্চুয়াল থ্রিডি এক্সপেরিয়েন্স ভিত্তিক ডিজিটাল সেবা। বরাবরের মতো গ্রাহকদের লাইফ এ নতুন সব ইনোভেটিভ এক্সপেরিয়েন্স দেয়ার প্রচেষ্টায়, রবির এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে গ্রাহকগণ ভার্চুয়াল রিয়্যালিটি প্রযুক্তির সাহায্যে ইসলামের আলোকে বিবেচিত গুরুত্বপূর্ণ স্থানগুলো ভ্রমণের থ্রিডি এক্সপেরিয়েন্স পাবেন।

এ উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে রবি তার নেটওয়ার্ক প্রযুক্তির সাহায্যে ভার্চুয়াল রিয়্যালিটি বুথ স্থাপন করেছে, যেখানে মানুষ সহজে ভিআর হেডসেটের মাধ্যমে সেই নিদর্শনগুলো ভার্চুয়াল থ্রিডি এক্সপেরিয়েন্স এর মাধ্যমে দেখতে পারবে। এ ছাড়া সেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্সের মাধ্যমে রবি'র বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও ঐতিহাসিক এই জায়গাগুলো এক্সপেরিয়েন্স করা যাবে ৩৬০ ডিগ্রী ভিডিও এর মাদ্ধমে ঘরে বসেই দেশের যে কোনো জায়গা থেকে।

কাবা শরীফ, রামি আল জামারাত, আরাফাত ময়দানের মতো গুরুত্বপূর্ণ নিদর্শনসমূহ দেখানো হবে এই ভিআর এক্সপেরিয়েন্সে, যেখানে সেই স্থানগুলোর ঐতিহাসিক তথ্যসহ আরো নানা বিষয় জানতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।

 

ভার্চুয়াল কাফেলা এক্সপেরিয়েন্স করতে ক্লিক

রবি সম্পর্কে:

রবি আজিয়াটা লিমিটেড (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাঁটছে দেশবাসী।


আরো সংবাদ



premium cement