২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


সাড়ে ৭ লাখ টাকায় কেনা হলো একফালি ঘাসজমি!

সাড়ে ৭ লাখ টাকায় কেনা হলো একফালি ঘাসজমি! - ছবি : সংগৃহীত

মনে আশা ছিল প্রাসাদোপম বাড়ি কিনবেন৷ টাকা যেন কোনো বাধাই নয়৷ তাই টাকার চিন্তা দূরে সরিয়ে বাড়ির খোঁজ শুরু করেছিলেন৷ অনলাইন নিলামে বাড়ি পেলেন৷ লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি কিনলেন ঠিকই৷ কিন্তু বাড়ির কাগজপত্র হাতে পাওয়ার পর সামনে এলো সত্যি৷ বাস্তব বুঝে রাতের ঘুম উড়ে গেছে ওই ব্যক্তির৷ গোটা ঘটনাটি জানলে চোখ কপালে উঠবে আপনারও৷

ফ্লোরিডার ওই ব্যক্তির স্বপ্ন ছিল প্রাসাদের মতো একটি বাড়ি কিনবেন৷ ভেবেছিলেন ব্যস্ততার ফাঁকে সেখানেই অবসরযাপন করবেন৷ বহু মানুষকে জানিয়েছিলেন বাড়ির খোঁজ থাকলে জানাতে৷ এর পাশাপাশি অনলাইনেও জমি-বাড়ি নিলাম সংক্রান্ত ওয়েবসাইটগুলোতে নজর রেখেছিলেন ওই ব্যক্তি৷ আচমকাই একদিন একটি প্রাসাদোপম বাড়ি নজরে আসে৷ ঠিক যেমন ভেবেছিলেন, তেমন বাড়ি দেখে আর নিজেকে সামলে রাখতে পারেননি৷ মালিক হওয়ার স্বপ্ন যেন আবারো মাথাচাড়া দিয়ে ওঠে তার৷ পকেটের নিরিখে যদিও ওই বাড়িটির দাম কিছুটা বেশিই ছিল৷ দাম হাঁকানো হয়েছিল এক লাখ ৭৭ হাজার ডলার।

তবে স্বপ্নপূরণের পথে অর্থকে মূল বাধা হিসাবে দাঁড়াতে দেননি ফ্লোরিডা নিবাসী৷ পরিবর্তে বেশ খানিকটা দরদস্তুরের পর ৯,১০০ ডলারে (বাংলাদেশ মুদ্রায় ৭,৬৬,৯৩৮ টাকা) বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেন ওই ব্যক্তি৷

তবে বাড়ির মালিকানার কাগজপত্র হাতে পাওয়ার পরই বদলে যায় গোটা ছবিটা৷ জেগে জেগেই যে আকাশকুসুম স্বপ্ন দেখেছিলেন তিনি, তা বুঝতে বিশেষ বেগ পেতে হয়নি৷ কারণ কাগজপত্র নাড়াচাড়া করে বুঝতে পারেন বাড়ি নয়, বাড়ির সামনের মাত্র ১০০ ফুট লম্বা একটি জমি কিনেছেন তিনি৷ এর দাম বড়জোর ৫০ ডলার।
বিষয়টি বুঝতে পেরে চক্ষু চড়কগাছ হয়ে গেছে ওই ব্যক্তির৷ স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়ে অনলাইনে জমি বিক্রির ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ তবে কোনোভাবেই প্রাসাদোপম বাড়ির পরিবর্তে ক্ষতিপূরণ নিতে রাজি হননি প্রতারিত৷ স্বপ্নভঙ্গের যন্ত্রণায় বর্তমানে মানসিক অবসাদে ভুগছেন তিনি৷ ফ্লোরিডা নিবাসীর কথা মাথায় রেখে অনলাইনে কেনাকাটির ক্ষেত্রে দু’বার ভাবুন৷


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের ১৭টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া গ্রেফতারের আতঙ্কে নেতানিয়াহু, প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্রও চলছে মেসি ঝলক, আবারো জোড়া গোল উল্লাপাড়ায় গাড়িচাপায় অটোভ্যানচালক নিহত থাইল্যান্ড সফর শেষে সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী বিপরীত উচ্চারণের ঈদ পুনর্মিলনী ফরিদপুরে ২ ভাইকে পিটিয়ে হত্যায় জড়িতরা অচিরেই গ্রেফতার করা হবে : র‌্যাব মুখোপাত্র ধর্মঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন বন্ধ, দুর্ভোগে মানুষ আমাদের মূল লক্ষ্য মানুষকে জাগিয়ে তোলা : গাজা ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীরা গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করতেই খালেদা জিয়াকে বন্দী রেখেছে সরকার : রিজভী বন্যার আশঙ্কায় সুনামগঞ্জের হাওর এলাকার কৃষকরা

সকল