Naya Diganta

অভিনেত্রী মিনু মমতাজের ইন্তেকাল

অভিনেত্রী মিনু মমতাজের ইন্তেকাল

ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মিনু মমতাজ মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার ভাইয়ের মেয়ে সিলভা।

সিলভা জানান, অনেক দিন থেকে কিডনি এবং চোখের সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। অবশেষে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি।

গ্রীন লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, করোনার উপসর্গ দেখা দিলে মিনু মমতাজকে তার আত্মীয়রা গত ৪ সেপ্টেম্বর হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই টেস্ট করার পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তাকে করোনার বিশেষ বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

প্রসঙ্গত, অভিনেত্রী মিনু মমতাজকে চিকিৎসার জন্য গত বছর ৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েক দশক ধরে টিভি নাটকে নিয়মিত অভিনয় করেছেন মিনু মমতাজ। অনেক সিনেমায়ও কাজ করেছেন তিনি।