২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জামালপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নবাগত আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠান

- ছবি : নয়া দিগন্ত

জামালপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নবাগত আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠান। মঙ্গলবার (১৯ মার্চ) ওই সংগঠনের জামালপুর জেলা ইউনিট অনুষ্ঠানের আয়োজন করে।

‘নবাগত আইনজীবী সংবর্ধনা ও রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

লইয়ার্স কাউন্সিল জামালপুর জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়ালের পরিচালনায় জামালপুর জেলা আইনজীবী সমিতি ভবনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ‘পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস। কোরআন হলো সত্য এবং ন্যায়ের মানদণ্ড। বর্তমানে পৃথিবীতে মানবজাতির বিপর্যয়ের মূল কারণ হচ্ছে মানুষ ন্যায় ও ইনসাফ থেকে দূরে সরে এসেছে। কোরআন ন্যায় ও ইনসাফের কথা বলে। পবিত্র মাহে রমজানে আল্লাহ মানবজাতির জন্য রোজা ফরজ করেছেন। যাতে করে তাকওয়ার গুণ অর্জন করতে সক্ষম হয়। তাকওয়ার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। সূরা মায়েদার ৮ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা ইনসাফের ধারক এবং বাহক হয়ে যাও এবং আল্লাহকে ভয় কর।’

জনাব আকন্দ আরো বলেন, কোরআনের মাধ্যমেই মানুষের সামগ্রিক পরিবর্তন হতে পারে। বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আইনজীবীদের মধ্যে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আইনাঙ্গণে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে এবং আইনজীবীদের অধিকার আদায়ের জন্য কাজ করছে। তিনি এই আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আমানুল্লাহ আকাশ, সেক্রেটারি মাহফুজুর রহমান মন্টু। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট নওয়াব আলী, অ্যাডভোকেট গোলাম নবী, অ্যাডভোকেট আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট বাবর আলী খান, অ্যাডভোকেট ইসমাইল হোসেন, অ্যাডভোকেট আব্দুল হাই, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়-মিছিল ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হাউছিদের সরাসরি হামলা গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ

সকল