২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আমন খেতে ইঁদুরের আক্রমণে দিশেহারা কৃষক

জমিতে লাল কাপড়ের নিশান ও ইঁদুরের ওষুধ দিলেও কোনো কাজে আসছে না। - ছবি : নয়া দিগন্ত

বাম্পার ফলনের আশায় চলতি মৌসুমে বর্গা নিয়ে ১ হেক্টর জমিতে আমনের চাষ করেছেন কৃষক আ: রশিদ। এ বছর আবহাওয়া অনুকূল থাকায় আমন ধানের ফলনও ভালো হবে বলে আশা ছিল তার। কিন্তু আনন্দের মাঝে কাল হয়ে দাঁড়ালো ইঁদুর। জমিতে পানি থাকা অবস্থায়ও ইঁদুর আক্রমণ করে নষ্ট করে দিয়েছে ফসল। দিশেহারা হয়ে জমিতে লাল কাপড়ের নিশান ও ইঁদুরের ওষুধ দিলেও কোনো কাজে আসছে না।

অসহায় হয়ে প্রতিদিন সকালে আমন ধানের খেত থেকে ইঁদুরে কাটা ফসল গরুর খাবারের জন্য তুলে নিয়ে আসছেন।

জানা যায়, এবছর চলতি মৌসুমে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২২ হাজার ৩৬৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

উপজেলার মোয়াজ্জেমপুর, বীর বেতাগৈর, চর বেতাগৈর, শেরপুর, নান্দাইল, চন্ডীপাশা ইউনিয়ন ঘুরে দেখা যায় আমন ধানের ব্যাপক ক্ষতি করছে ইঁদুর। প্রতিকারের আশায় কৃষকরা অসহায় হয়ে ঘুরছে বিভিন্ন ওষুধের দোকানে। কিন্তু ইঁদুর দমনে পাচ্ছে না কোনো প্রতিকার।

মোয়াজ্জেমপুর গ্রামের কৃষক ফরহাদ হোসেন খান বাবু জানান, কৃষকরা ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ট। ইঁদুর জমির ফসল নষ্ট করে দিয়েছে। ইঁদুর দমন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

জানতে চাইলে নান্দাইল উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ জানান, কীভাবে ইঁদুর দমন করা যায়, সে ব্যাপারে সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে মাঠ পর্যায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্যাম্পেইন করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা নিউজিল্যান্ডের মার্কিন ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ থেকে গ্রেফতার ৯০০ নির্বাচনের আগে ‘সিএএ’ চালু করে ভোট টানার কৌশল ব্যর্থ বিজেপির ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ পালনের আহ্বান কানাডায় বেকারত্ব বিদেশী শিক্ষার্থীদের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে রাফাতে ইসরাইলি হামলায় এক পরিবারের ৯ সদস্য নিহত আজ ব্যাংকক থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী গ্রেফতারের মধ্যেই মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরাইলবিরোধী বিক্ষোভ অব্যাহত হলান্ডের প্রত্যাবর্তনের ম্যাচে ম্যানসিটির জয় হাম্বানতোতা বিমানবন্দরের ‘দখল’ ভারত ও রাশিয়ার! ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর লাশ, পাওয়া গেছে রহস্যজনক হোয়াটসঅ্যাপ নোট

সকল